ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নতুন এসপির যোগদান

সিরাজগঞ্জে নতুন এসপির যোগদান

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) যোগদান করেছেন। গত শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাফিজুর রহমান। এ সময় নবাগত পুলিশ সুপার পুলিশ অফিসারদের সঙ্গে পরিচিত হন এবং তিনি জনগণের সেবামূলক কাজে নির্দেশনা দেন। তিনি দায়িত্বভার গ্রহণ শেষে জেলার সব সার্কেল, অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের সঙ্গে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি এ জেলায় যোগদানের আগে চট্টগ্রামে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি টাঙ্গাইল পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত