ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভবনের বন্ধ কক্ষে শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত লাশ

ভবনের বন্ধ কক্ষে শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত লাশ

গাজীপুরের কালিয়াকৈরে তিন তলা ভবনের একটি বন্ধ কক্ষে থেকে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় ওই ভবন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াকুব আলী (২৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা এলাকার বাবলু আকন্দের ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াকুব আলী দীর্ঘদিন আগে জীবিকার খুঁজে সিরাজগঞ্জ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় আনোয়ার হোসেনের তিনতলা ভবনে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত তিন মাস আগে প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অজান্তে পাবনার এক মেয়েকে বিয়ে করেন ইয়াকুব। পরে পারিবারিক বিরহের জেরে কিছুদিন ধরে তার স্ত্রী ওই বাসা থেকে চলে যান। গত কয়েকদিন ধরে তার ভাড়া কক্ষ বন্ধ থাকায় অন্য ভাড়াটিয়াদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

বুধবার সকালে তারা কৌতূহলী হয়ে তার ভাড়া কক্ষের সামনে গেলে ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের তার ভাড়া কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় পুলিশ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের লোকজন জানান, সবার অজান্তে ইয়াকুব প্রেম করে বিয়ে করেন। কিন্তু কিছুদিন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে সে বিষণ্ণতায় ছিল। এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না পরিবারের লোকজন।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় তিন দিন আগে তিনি আত্মহত্যা করতে পারেন। তার শরীরের ৫৭ ভাগ অংশ পচে দুর্গন্ধের বের হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত