
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে নতুন একটি সাংবাদিক সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটির নাম রাখা হয়েছে টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে বাংলা টেলিভিশনের বন্দর ও সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামকে সভাপতি এবং সিএনএন বাংলা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মো. শাহিন আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার বন্দরের মদনপুরে অবস্থিত ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ঘটে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টিভির জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক।