
কুষ্টিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ হোসেন। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালায় এনজিও প্রতিনিধি, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বলা হয় বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে।