ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। গতকাল বুধবার কালুখালী উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জমিদাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত