
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় কর্তৃক দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুদি দোকান, সার-বীজ, বেকারি পণ্য প্রভৃতি তদারকি করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুসারে হাজিরা খাতুনের প্রতিষ্ঠান মায়া বেকারিকে সাত হাজার এবং বেশি দাম ও অবৈধভাবে সার-বীজ বিক্রয় ও লাইসেন্স নবায়ন না থাকায় ৪৩ ধারা অনুসারে আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।