ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রামুতে সংরক্ষিত বনভূমির ৬০ হেক্টর জমি দখলমুক্ত

রামুতে সংরক্ষিত বনভূমির ৬০ হেক্টর জমি দখলমুক্ত

কক্সবাজার দক্ষিন বনবিভাগের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং সংরক্ষিত বনের ৬০ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

অভিযানে ২৫টি পানের বরজ, ৩ হাজার সুপারি চারা ও একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। যা সম্প্রতি বনের গাছপালা বিনষ্ট করে অবৈধভাবে জবরদখল করে পানের বরজ, সুপারি চারা ও স্থাপনা নির্মাণ করেছিল স্থানিয় কিছু প্রভাবশালীরা।

গতকাল বুধবার দুপুরে ঘোনারপাড়া, বসুর ঘোনা, বসুর নালা, সাইরেরকেল্লা মাঠ, জুমের ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

তিনি জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের লিখিত আবেদনের প্রেক্ষিতে রামু সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সহকারী বন সংরক্ষক (দারিয়ারদীঘি) শ্যামল কুমার ঘোষ, রামু থানার সাব ইন্সপেক্টর শেখ আব্দুস সবুরসহ পুলিশ সদস্য, ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন, কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক, পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন, উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান,

বিভিন্ন বিটের বিট কর্মকর্তা মিলে দিনব্যাপি অভিযনটি পারিচালিত হয়। ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান, অভিযানে ধোয়াপালংয়ের সংরক্ষিত বনের প্রায় ৬০ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। অভিযানে ২৫টি পানের বরজ, ৩ হাজার সুপারি চারা ও একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। বনভূমি জবরদখলকারীদের ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত