ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে কৃষক প্রশিক্ষণ

দিনাজপুরে কৃষক প্রশিক্ষণ

প্রতি বছর ৭০ থেকে ১০০ কোটি টাকার পাটের বীজ ভারত থেকে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।

গতকাল বুধবার দিনাজপুর জেলার নশিপুরস্থ পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত বিজেআরআই উদ্ভাবিত পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত জাত এবং বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পাট থেকে আঁশ করতে গিয়ে লোকসান হলে পাটের বীজ উৎপাদন করে আমাদেরকে দিলে আমরা কৃষকদের কাছ থেকে বীজ কিনে নিবো। সরকার চাচ্ছে কৃষকরা যাতে করে দেশে উৎপাদিত জাত চাষাবাদ করেন। প্রতি বছর ৭০ থেকে ১০০ কোটি টাকার পাটবীজ ভারত থেকে নিয়ে আসা হয়। নিজের বীজ নিজে করার পরামর্শ প্রদান করেন তিনি। হিসাব করলে দেখা যাবে পাট একটি অর্থকরী ফসল। মাটির স্বাস্থ্য রক্ষার্থে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ করতেও পাটের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. একেএম শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. ইয়ারউদ্দিন সরকার, ড. বাবুল হোসেন। এছাড়াও দিনাজপুর পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোস্তানছির বিল্লাহ, জুনিয়র ফিল্ড অ্যাসিসটেন্ড সবুজ আলম, জেএফএ মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও বৈজ্ঞানিক কর্মকর্তারা পাট বীজের জমি পরিদর্শন করেন। এছাড়াও ওইদিন উচ্চ ফলনশীল পাট, কেনাফ, পাটশাক, সবজি মেস্তা জাতের বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণে মাঠ দিবস উদযাপিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত