
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, জাতীয় পর্যাযে আমাদের যত অর্জন রয়েছে, সব অর্জন অর্জিত হয়েছে ঐক্যের মাধ্যমে। ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সফলভাবে আমাদের ভাষা আন্দোলন হয়েছে। যার মাধ্যমে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা সংগ্রামে নেমেছিল। সেই যুদ্ধেও আমরা বিজয় অর্জন করেছিলাম। সর্বশেষ ২৪ এর জুলাইয়ে অকুতোভয় ছাত্র-জনতা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। জুলাই বিপ্লবের ঐক্যবদ্ধ সেই আন্দোলনে কর্তৃত্ববাদী সরকারের অবসান ঘটেছিল। কাজেই ঐক্যই হচ্ছে আমাদের শক্তি। ঐক্যই হচ্ছে আমাদের সম্ভাবনাকে বাস্তবে রুপদানের একমাত্র অস্ত্র। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত মঙ্গলবার জারুলতলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে ও আনন্দঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়। ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২.০১ মিনিটে বিজয় দিবসের সূচনালগ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসির উদ্যোগে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে বিউগলের সুরে শহিদদের স্মরণ করা হয়। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে চবি উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার ও প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্পার্ঘ অর্পণ শেষে উপাচার্য এবং উপাচার্যদ্বয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিজয় র্যালি। র্যালিটি স্বাধীনতা স্মারক ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক, প্রশাসনিক ভবন, কলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) সড়ক প্রদক্ষিণ করে চবি জারুলতলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।