
রাঙামাটির লংগদুতে ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে চার ভুয়া সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাইট্টা পাড়া সংলগ্ন সেগুন বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় ভুয়া সদস্যদের আটক করা হলেও ঘটনাস্থলে থাকা জুয়াড়িদের ছেড়ে দেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় বাইট্টা পাড়া সেগুন বাগান এলাকায় একদল লোক জুয়ার আসর বসায়। খবর পেয়ে অভিযুক্ত চার যুবক সেখানে উপস্থিত হয়ে নিজেদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা জুয়াড়িদের ওপর চড়াও হয় এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে চাঁদাবাজিতে লিপ্ত চার যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের লংগদু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক অভিযুক্তরা হলেন- ইকরাম হোসেন, আরিফুল ইসলাম রাজু, ইয়াছিন, শাহজাহান। লংগদু থানা পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, কোনো সংস্থার পরিচয় দিলেই নিশ্চিত না হয়ে কাউকে অর্থ বা মূল্যবান সামগ্রী দেওয়া যাবে না। এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।