ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গণভোট নিয়ে মতবিনিময়

গণভোট নিয়ে মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রার্থীরা তাদের বক্তব্যে বর্তমান পরিবেশকে ‘সুন্দর ও স্থিতিশীল’ বলে মন্তব্য করেন এবং আসন্ন নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরাল প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত