ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শেয়ালের উপদ্রব বৃদ্ধি

সিরাজগঞ্জে শেয়ালের উপদ্রব বৃদ্ধি

সিরাজগঞ্জে চর ও দুর্গমাঞ্চলসহ বিভিন্ন স্থানে শিয়ালের উপদ্রব বাড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের ব্যবধানে শেয়ালের কামড়ে ১ নারীর মৃত্যুসহ ৫ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে জেলার চর ও দুর্গমাঞ্চলসহ বিভিন্ন স্থানে শিয়ালের উপদ্রব বেড়েছে। অনেক স্থানে দিনে ও রাতে শিয়ালের অবাধ চলাফেরায় জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাউকে একা পেলেই অতর্কিতভাবে আক্রমণ করে এবং সূর্যাস্তের পর শিয়ালের ডাকেও শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন আতঙ্কিত হয়। এজন্য অনেক পরিবার সন্ধ্যার পর শিশুদের বাড়ির বাইরে যেতেও বারণ করছে। এদিকে গত শুক্রবার রাতে শিয়ালের কামড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের বৃদ্ধা জাহেরা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।

কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা। ওইদির গভীর রাতে ঘরের বেড়ার নিচ দিয়ে শিয়াল ঢুকে তাকে কামড় দেয়, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় এবং সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার মহুরি অফিস চত্বর ও হাসপাতাল গেট এলাকায় শিয়ালের কামড়ে নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় একটি শিয়াল বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে ৩ জনকে কামড়ে আহত করে। গতকাল মঙ্গলবার সকালে একই শিয়াল হাসপাতাল গেট এলাকায় জনসম্মুখে ২ জন পথচারীকে কামড় দেয়। তারা হলেন- তাড়াশ দক্ষিণ পাড়ার ইব্রাহিম হোসেন (৫৩), নুরে আলম (৫৭), তাড়াশ পৌর এলাকার হাসপাতাল গেট এলাকার পায়েল খাতুন (২০), মরিয়ম বেগম (২৫) ও মোক্তার হোসেন (৪২)। এ ঘটনার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ওই শিয়ালকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত