ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক অতিরিক্ত ডিআইজিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক অতিরিক্ত ডিআইজিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মো. হামিদুল আলম এবং তার স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপিসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাগুলোতে অবৈধ সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের পাশাপাশি মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলাগুলো বগুড়া জেলা কার্যালয়ে দায়ের করা হয়। প্রথম মামলায় হামিদুল আলমের সঙ্গে তার তিন বোন মোছা. আজিজা সুলতানা, আরেফা সালমা ও মোছা. শিরিন শবনমকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপিকে। সহায়তার অভিযোগে মো. হামিদুল আলমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত