ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাগুরায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

মাগুরায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের (সদর-শ্রীপুর) বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন- মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও দায়িত্বশীল অন্য কর্মকর্তারা। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লে. কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সকাল ১০ টায় মাগুরা-১ আসনের অন্তর্গত বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে একে একে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত