
ঝিনাইদহের মহেশপুরসহ সব পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিসগুলো দালাল মুক্ত করার দাবি জানিয়েছে লাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা। তারা জেলার ৬টি উপজেলার ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা সব পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিসগুলো দালাল মুক্ত করার দাবিতে এরইমধ্যে আন্দোলন শুরু করেছেন। ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সব অফিসগুলো থেকে দালাল মুক্ত করতে হবে।
বৈধ ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সদর অফিস গত সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘেরাও করে রাখেন। পরে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওমর আলী বৈধ ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের সব দাবি মেনে নিয়ে বলেন- শুধু আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানরা কাজ করবে। এর বাইরে বিসি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানরা কোনো কাজ করতে পারবে না। মহেশপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি তরিকুল আজিজ বিল্টু জানান, বিসি ল্যাইন্সেস বাতিল হলে আমাদের আন্দোলন প্রত্যাহার হবে।