ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাবাকে শীলের আঘাতে হত্যা

ছেলে পলাতক
বাবাকে শীলের আঘাতে হত্যা

কুমিল্লার মুরাদনগরে পাওনা মাত্র ৫০ হাজার টাকার জন্য পিতা সুরুজ মিয়াকে (৬৪) মশলা বাটার ভারী ‘শীল’ দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলে ফায়েজ মিয়ার (৩২) বিরুদ্ধে। গত উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক সুরুজ মিয়া এক বছর আগেই তার তিন ছেলে ও এক মেয়েকে এক বছর পূর্বে জমিজমা বুঝিয়ে দিয়েছিলেন।

সন্তানদের স্বাবলম্বী করতে গাড়ি কেনার জন্য প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি করে গরু উপহার দেন তিনি। এক ছেলে কে ৮০ হাজার টাকা, আরেক ছেলেকে ১ লাখ ৫০ হাজার টাকা, বড় ছেলে ফায়েজকে দেওয়া ২ লাখ টাকা মূল্যের গরুটি দেওয়া হয়। যেহেতু বড় গরুটি বড় ছেলে কে দেওয়া হয়েছে বিক্রির পর বাবাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ফায়েজ বাবাকে না জানিয়ে গরু বিক্রি করে টাকা আত্মসাৎ করতে চাইলে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে গরু বিক্রির পাওনা টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ সুরুজ মিয়া লাঠি নিয়ে ছেলেকে শাসন করতে উদ্যত হলে চাচা ফিরোজ মিয়া তাদের সরিয়ে দেন। এর কিছুক্ষণ পরই ফায়েজ আকস্মিক উত্তেজিত হয়ে ঘর থেকে মশলা বাটার ভারী ‘শীল’ এনে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন।

এতে সুরুজ মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ফায়েজ দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ও প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া জানান, চোখের সামনেই সামান্য টাকার জন্য ছেলেটি তার বাবাকে নৃশংসভাবে হত্যা করল।

মামলার বাদী ও নিহতের স্ত্রী লাইলী বেগম বলেন, ছেলেরা আমাদের ভরণপোষণও দেয় না। পাওনা টাকা চাওয়ায় ফায়েজ খুনি হয়ে গেল। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান বলেন, গরু বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত