ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৫৩ জনের বিরুদ্ধে মামলা

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৫৩ জনের বিরুদ্ধে মামলা

মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ত্রিমুখী সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে পালিয়ে অনুপ্রবেশ করা ৫৭ জনের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। সীমান্তে আটক অপর ৪ জন বাংলাদেশি জেলে এবং তারা নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গোলাগুলিতে ফিরতে গিয়ে অনুপ্রবেশকারিদের সাথে মিশে যায়। ফলে এদের যাচাই-বাছাই করে মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, গত সোমবার রাতে বিজিবির উখিয়াস্থ ৬৪ ব্যাটালিয়নের নায়েক ছরওয়ার মোস্তফা বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।

অবৈধ অনুপ্রবেশ আইনে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। যাচাই-বাছাইকালে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ৪ জেলেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, মামলায় অভিযুক্ত ৫৩ জনের মধ্যে একজন পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসাধিন। অপর ৫২ জনকে গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে গত রোববার ৫৩ জন এবং সোমবার সকালে ৪ জনকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আটক করে বিজিবি ও পুলিশ। ৫৩ জনকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে পাঠানো আদেশ দিয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ। এদিকে গত সোমবার সকাল দশটায় কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘বাংলাদেশ অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে আহত আবু হানিফের পা কেটে ফেলা হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছেন আহতের বাবা ফজল করিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত