ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) একই উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সুজানগর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সাগরসহ আরও দুই-তিনজন যুবক একটি বাড়িতে চুরি করতে যান।

এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হয়ে সাগরকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত মানুষ মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন এবং মাথা ও পায়ের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত