ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পণ্যের মোড়কজাত সনদ গ্রহন ব্যাতিত খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। এ তথ্য জানান বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল। তিনি বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি, কেক পণ্য বিক্রয় বিতরণের অপরাধে হাজীগঞ্জ বাজারের মিনহাজ ফুডস নামে প্রতিষ্ঠান মালিককে ওজন ও পরিমাপ মানদ- আইনে ৫০ হাজার টাকা, একই আইনে ইউনিক লাইভ বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত