ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

প্রার্থিতা ফিরে পেয়েছেন রেজাউল করিম

প্রার্থিতা ফিরে পেয়েছেন রেজাউল করিম

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার আপিল শুনানির নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি হলফনামায় ত্রুটির কারণে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত