প্রিন্ট সংস্করণ
০০:০০, ০১ ডিসেম্বর, ২০২৫
ডিসেম্বর এক আশ্চর্য মাস। বছরের শেষ প্রান্তে এসে দাঁড়ানো এই সময়টা আমাদের সবার মনে এক ধরনের নরম আলোড়ন তোলে। এটি এমন এক সময়, যখন বছরের সব ব্যস্ততার পর মানুষ একটু থেমে দাঁড়ায়। যেন ১২ মাসের আনন্দ-দুঃখ, ভুল-শুদ্ধ, পাওয়া না পাওয়া সবকিছু সামনে এসে আমরা একটু থেমে যাই আর অবচেতনে ভাবতে শুরু করি এই বছরে আসলে কি হলো? কি করতে চেয়েছিলাম, আর কতটা করতে পেরেছি? ডিসেম্বর সেই নিঃশব্দ অবকাশ, যেখানে মানুষ নিজের ভেতরের কথাগুলো আরেকবার শুনতে পায়।
বছরের শুরুতে আমরা অনেকেই স্বপ্ন দেখি। নতুন পরিকল্পনা করি, নিজেকে বদলানোর শপথ নেই। কিন্তু সময় তার নিজের গতিতে চলে। ব্যস্ততা, কাজের চাপ, দায়িত্ব, সম্পর্ক, প্রতিদিনের ছোট ছোট ক্লান্তি সবমিলিয়ে অনেক প্রতিশ্রুতি মাঝপথে কোথাও হারিয়ে যায়। ডিসেম্বর এসে সেই হারানো প্রতিশ্রুতিগুলোকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের। মনে হয় ইচ্ছে ছিল; কিন্তু ইচ্ছেটা বাস্তবে রূপ দিতে পারিনি। এই উপলব্ধি কখনও ব্যথা দেয়, কখনও আবার নতুন করে শক্তি জোগায়।
এই মাসের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নীরবতা। আবহাওয়া ঠান্ডা হয়, দিন ছোট হয়, সন্ধ্যা দ্রুত নামে। সবমিলিয়ে মানুষের ভেতরের মনোযোগ বাইরের জগৎ থেকে ধীরে ধীরে ভেতরের জগতে সরে আসে। তখনই মানুষ বুঝতে পারে সাফল্যের থেকেও মূল্যবান হলো নিজেকে বোঝা, নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের ভুলগুলো চিনে ফেলা।
অনেকে বলেন, ডিসেম্বর হলো আত্মসমালোচনার সময়। আত্মসমালোচনা বলতে বোঝায় নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজের ভুলগুলো স্বীকার করা, ব্যর্থতাগুলো বিশ্লেষণ করা। এগুলো খারাপ কিছু নয়, বরং একজন পরিণত মানুষই শুধু নিজের ভুলের মুখোমুখি হওয়ার সাহস রাখে। আমরা অনেক সময় বছরজুড়ে দৌড়ায়- শিক্ষা, চাকরি, পরিবার, সম্পর্ক, স্বপ্ন- সবকিছুতে। কিন্তু ভুলগুলো চোখ এড়িয়ে যায়। ডিসেম্বর সেই চোখ এড়িয়ে যাওয়া ভুলগুলোর সামনে আলোর মতো দাঁড়ায়।
তবে সমস্যা হয় তখন, যখন আত্মসমালোচনা আমাদের শুধু হতাশায় ডুবিয়ে দেয়। শুধু ভুল খুঁজে গেলে মানুষ সামনে এগোতে পারে না। কেউ কেউ ডিসেম্বর এলে নিজেদের ব্যর্থতার হিসাব মনে করে মন খারাপ করে বসে থাকে। মনে করে- এই বছরও কিছু হলো না। কিন্তু জীবন তো এক বছরে থেমে থাকে না। তাই আত্মসমালোচনার পাশাপাশি দরকার আত্মউন্নয়ন অর্থাৎ- নিজের ভেতরে নতুন করে আলো জ্বালানোর ক্ষমতা তৈরি করা। তাই যখন ডিসেম্বরের অবকাশে দাঁড়িয়ে বছরের ১২ মাসের গল্পগুলোকে আমরা ফিরে দেখি, তখন ভেতরে একটাই উপলব্ধি জেগে ওঠে যা হারিয়েছি তা থেকে শিক্ষা নিতে হবে, আর যা পায়নি তা আগামী বছরের অধ্যবসায় দিয়ে অর্জন করতে হবে।
ডিসেম্বর মাসকে আমরা আরও একভাবে অনুভব করি- এমাস আমাদের বিজয়ের, আমাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার মাস। তাই বছরের শেষ এলেই মন এক অদৃশ্য প্রেরণায় ভরে ওঠে। মনে হয় জীবন যত কঠিন হোক হার না মানার একটা শক্তি আমাদের ভেতরে আছে। বিজয়ের এই আবেগ ব্যক্তিগত জীবনের শক্তি হিসেবেও কাজ করে। আমাদের মনে করিয়ে দেয় নতুন বছর মানে নতুন সুযোগ, নতুন পথ, নতুন সম্ভাবনা। বছরের শেষ হিসাব-নিকাশ কঠোর হতে পারে কিন্তু তা কখনোই হতাশার জন্য নয়, বরং ডিসেম্বর শেখায় সমাপ্তি মানেই শেষ নয়; সমাপ্তি নতুন শুরুর দরজা খুলে দেয়।
সুমাইয়া সিরাজ সিমি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়