ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অক্ষত থাকুক পুরুষ জাতির সম্মান

তৈয়বা খানম
অক্ষত থাকুক পুরুষ জাতির সম্মান

পুরুষ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে কোন চিন্তাটি মানসপটে ভেসে আসে বলুন তো? পত্রপত্রিকার নিয়মিত ধর্ষণের ঘটনাগুলো আমাদের মনে জানান দেয় পুরুষ মানুষ আসলেই কি খারাপ! সময়টায় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যেন পুরুষ মানুষ নিয়ে আমাদের মননে নানা নেতিবাচক চিন্তার জন্ম দিচ্ছে।

আমাদের সমাজে একজন পুরুষ তার বাবা, ছেলে কিংবা ভাইয়ের ভূমিকায় থাকেন। একজন পুরুষের মায়া-মমতার গভীরতা অনেকখানি হলেও তার প্রকাশ নেই বললেই চলে।

একজন বাবার কাছে তার মেয়ের ভালো-খারাপের প্রাধান্য আগে। একজন ভাইয়ের কাছে তার বোনের নিরাপত্তা সবার আগে। যখনই শুনেন তার বোন বিপদে আছেন তখনই সবার আগে তার বোনটির নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসেন। একজন বাবা পরিবারের খুশিকে প্রাধান্য দিয়ে একবার দায়িত্বের টানে বাড়ি ছাড়া হলে আর সময়মতো ফেরা হয়ে ওঠে না।

কতশত আনন্দ যে তিনি কোরবানি দেন পরিবারকে খুশি রাখতে তা আড়ালেই রয়। বাবা নামক পুরুষ চরিত্রটিও যে মায়ার খনি তা আমাদের কঠোর শাসনের আড়ালে দৃষ্টিগোচরই হয় না। এভাবেই একজন দায়িত্বশীল পুরুষ তার পরিবারকে ছায়ার ন্যায় আগলে রাখেন।

পৃথিবীতে কিছু পুরুষ পারিবারিক শিক্ষা ভুলে নীতি-নৈতিকতাকে বিসর্জন দিয়ে ধর্ষকের কাতারে নাম লিখালেও এই দায় সকল সকল পুরুষকে দেওয়া যায় না। আমি দেখেছি, একজন বাবাকে ভালো খাবার নিজে না খেয়ে তার মেয়েকে তুলে দিতে। একজন ভাইকে দেখেছি, তার বোনের আবদার পূরণে মরিয়া হতে।

গণপরিবহনে নিজে দাঁড়িয়ে গিয়ে একজন বোনকে বসার সুযোগ করে দিতে দেখেছি। যেখানে, মানুষ নিজে আগে বাঁচো এই চিন্তায় বিশ্বাসী সেই সমাজে এসেও পুরুষদের দেখেছি শ্রদ্ধা ও সম্মানের জায়গা থেকে নারীদের এগিয়ে দিতে।

যখন সমণ্ডঅধিকারের লড়াইয়ে কিছু মানুষ নারীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছিল বিভেদ তৈরি করতে তখন একজন পুরুষকে বলতে শুনেছি, নারী ও পুরুষ একে অপরের সহযোদ্ধা এই মনোভাব থেকে পুরুষ নারীর জন্য জায়গা ছেড়ে দেন। এরূপ সুন্দর ও সহযোগিতাপূর্ণ মানসিকতা সাম্যের মেলবন্ধন তৈরি করে।

তাই, কিছু ধর্ষকের ভিড়ে যারা এভাবে পরিবারকে আগলে রাখেন সেই সব মহান পুরুষ সম্মানের দাবিদার। আমি কিছু পুরুষের কুৎসিত কর্মকাণ্ডের জন্য সমগ্র পুরুষ জাতিকে নিন্দা করতে পারি না। ধর্ষণের কারণে পুরুষ জাতি নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হলেও আমার কাছে পরিবারের নিরাপত্তা দিয়ে আগলে রাখা প্রতিটা পুরুষ মাথার রাজমুকুটের ন্যায় দামি। কিছু খারাপের ভিড়ে ভালোরা হারিয়ে না যাক, অক্ষুণ্ণ থাকুক পুরুষ জাতির সম্মান।

তৈয়বা খানম

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত