ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিটিভির ‘তারুণ্যের উৎসব ২০২৫’এ গাইলেন তারা

বিটিভির ‘তারুণ্যের উৎসব ২০২৫’এ গাইলেন তারা

বাংলাদেশ টেলিভিশনের জন্য একই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন আলম আরা মিনু, রাজীব, মুহিন খান, পুতুল, অনন্যাসহ আরো বেশ কয়েকজন শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দীর্ঘদিন পর এতো শিল্পী একসঙ্গে গান গেয়েছেন। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামের এই অনুষ্ঠানে আলম আরা মিনু গেয়েছেন ‘সোনা দানা দামী গহনা’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনাসহ আরো একটি দেশের গান। রাজীব গেয়েছেন দেশাত্ববোধক গান ‘সূর্যদয়ে তুমি সূর্যাস্তে তুমি’, মুহিন খান গেয়েছেন তার নিজের মৌলিক গান ‘কলিজায় কলিজায় লাগেরে’, পুতুল গেয়েছেন তার নিজের মৌলিক গান ‘আরেক জনম চাই’ ও অনন্যা গেয়েছেন ‘তোমায় র্হদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না’। এছাড়াও অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, ইথুন বাবু, রাশেদসহ আরো বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী। আলম আরা মিনু বলেন, ‘বিটিভির এই আয়োজনটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। সিনিয়র একজন শিল্পী হিসেবে আমাকে অনুষ্ঠানে যে সম্মান করা হয়েছে তাতে মুগ্ধ আমি। সত্যি বলতে কী বিটিভিতো আমাদের ভালোলাগার ভালোবাসার জায়গা। এই আয়োজনে সবার সঙ্গে দেখা হয়ে খুউব ভালোলাগলো।’ রাজীব বলেন, ‘রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে যার যার গান পরিবেশন করেছি। আমি দেশাত্ববোধক গানটি মন দিয়ে গাইবার চেষ্টা করেছি।’ মুহিন বলেন, ‘কলিজায় কলিজায় লাগেরে আমার গাওয়া জনপ্রিয় একটি মৌলিক গান। এই গানটিই গেয়েছি। যাতে গানটির প্রতি শ্রোতা দর্শকের আরো ভালোলাগা তৈরি হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত