বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লোপা হোসেইন। একজন সঙ্গীতশিল্পী হিসেবে তিনি যতোটা শ্রোতাপ্রিয়, একজন সংবাদ পাঠিকা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। লোপা হোসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী। এই বিভাগ থেকেই তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন সময়ে তিনি বিভাগের আয়োজিত নানান অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন সময়েই তিনি ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। শীর্ষ দশেও স্থান করে নিয়েছিলেন তিনি। সেই থেকে পেশাগতভাবে গানের ভুবনেও তার যাত্রা শুরু। তখন থেকেই গানে যেমন তিনি নিয়মিত ছিলেন এটিএন বাংলায় সংবাদ পাঠেও তিনি নিয়মিত হয়ে উঠেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র’তে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ‘যোগাযোগ উৎসব ২০২৫’।