একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবেই দর্শকের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। অভিনয়ের আঙ্গিনায় যতোই দিন যাচ্ছে নিজেকে প্রায় প্রতিটি নাটকে চরিত্রানুযায়ী যথাযথভাবেই তুলে ধরার চেষ্টা করছেন। আর তাই দর্শকের কাছে তিনি তার অভিনয় দিয়ে যেমন প্রিয় হয়ে উঠছে ঠিক তেমনি দিনের পর দিন তার কাজেরও ব্যস্ততা বাড়ছে। পার্থ শেখের ন্যাচালাল অ্যাক্টিং উপভোগ করেন দর্শক ভীষণ মন দিয়ে।
আবার জুটি হিসেবে পার্থের সঙ্গে এই প্রজন্মের আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী নওবা তাহিয়া’ও দর্শকের কাছে অভিনয় দিয়েই পেয়েছেন বেশ গ্রহনযোগ্যতা। দর্শকের কাছে প্রিয় হয়ে উঠা এই জুটিকে নিয়ে সময়ের মেধাবী পরিচালক সেলিম রেজা এর আগে ‘শেষের তুমি’, ‘যে প্রেম হারায় দূরে’ ও ‘মিথ্যে কাব্যের ফুল’ নাটকগুলো নির্মাণ করেছেন। যারমধ্যে ‘শেষের তুমি’ ও ‘যে প্রেম হারায় দূরে’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই দুটি নাটকেই পার্থ ও নওবার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রচারে আসার অপেক্ষায় আছে ‘মিথ্যে প্রেমের ফুল’।
তবে আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য সেলিম রেজা আবারো পার্থ নওবাকে নিয়ে নির্মাণ করেছেন আরো একটি নতুন নাটক। নাম ‘তোমার গল্পে আমি’। নাটকটি রচনা করেছেন ‘শেষের তুমি’ নাটকেরই রচয়িতা জান্নাত আরা ফেরদৌস মিলা। যিনি মূলত সেলিম রেজার হাত ধরে নাট্যকার হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন। ‘তোমার গল্পে আমিতে পার্থ অভিনয় করেছেন রেহান চরিত্রে, নওবা অভিনয় করেছেন জেনি চরিত্রে। পরিচালক সেলিম রেজা বলেন, ‘পার্থ নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অভিনেতা। এখনতো অভিনয়ে আরো বেশি সিরিয়াস। আর নওবা রোমান্টিক গল্পে দুর্দান্ত।’
‘তোমার গল্পে আমিতে কাজ করা প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যতোগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি কাজই এক কথায় অসাধারণ। বিশেষত আমার বেশি ভালোলেগেছে শেষের তুমি। সর্বশেষ দুটি নাটক মিথ্যে কাব্যের ফুল, তোমার গল্পে আমিও সুন্দর গল্পের নাটক। সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্যতার। আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচুউরিটি এসেছে। যদি আরো সিরিয়াস হয় অভিনয়ে তাহলে আমার বিশ্বাস আগামীতে আরো ভালো করবে।’
নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাই ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তিনি এক কথায় অসাধারন। অভিনতো হিসেবেও দারুণ। তারসঙ্গে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করি। সেলিম ভাই ভীষণ ধৈর্য্যশীল একজন পরিচালক। মাথা ঠান্ডা রেখে তিনি পুরো কাজটা নামান যার আউটপুট খুব ভালো হয়। বিগত দিনের কাজগুলো তারই প্রমাণ। শেষের গল্পে তুমি নিয়ে ভীষণ আশাবাদী।’