ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শো বাড়ল ‘উৎসব’-এর

শো বাড়ল ‘উৎসব’-এর

পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে ‘উৎসব’। ছবিটি দেখতে ভিড় করছেন দর্শকেরা। দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে শোর সংখ্যা বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ছবিটির নির্মাতা তানিম নূর জানান, স্টার সিনেপ্লেক্স ১৩টি শো চালাবে। স্টার সিনেপ্লেক্সে মুক্তির দিনে ৫টি শো চলেছে, পরদিন থেকে ৯টি করে শো চলেছে। বড় তারকা, কমেডি আর নব্বইয়ের নস্টালজিয়া উসকে দেওয়া

গান-ট্রেলার দিয়ে এরই মধ্যে আলোচনায় সিনেমাটি। নির্মাতারা বলছেন, এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা।

সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ।’ সিনেমার টিজার আর ট্রেলারে দেশের টেলিভিশন ও সিনেমার অনেক আলোচিত কাজ ও চরিত্রকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। যেমন টিজারের শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ ‘আজ রবিবার’ নাটকের দর্শকদের সংলাপটি চেনা চেনা মনে হতে পারে। নির্মাতা জানান, এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে ফেলে আসা সময়ে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম,

চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম,

ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত