ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঈদে আসছে ‘উৎসব’

ঈদে আসছে ‘উৎসব’

একসঙ্গে ১১ জন তারকা নিয়ে আসছে ঈদের সিনেমা ‘উৎসব’। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন স্লোগানে এলো ছবিটির ঘোষণা। তামিম নূরের পরিচালনায় সিনেমাটিতে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ তারকারা। ১৩ই মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়। সিনেমাটিতে অভিনয় করছেন- জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌমা জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। অনুষ্ঠানে অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পরে ‘উৎসব’ সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করছেন। সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও আনন্দ পাবেন বলে জানান অভিনেতা। আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- কথাটা আমাদের অনেক আন্দোলিত করেছে। কারণ অনেকদিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম। চঞ্চল চৌধুরী বলেন, খুব আনন্দ নিয়ে এ সিনেমায় কাজ করেছি। এই আনন্দ আবার সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। অপি করিম বলেন, সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। এই সিনেমার মাধ্যমে তারা দেখুক যে আমরা এখনও আছি। এছাড়া, এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাটাকে নিজেদের বড় পাওনা মনে করছেন সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত