২৪ এ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাশরীফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি তিনি জানিয়েছেন। পোস্ট দিয়ে তাশরীফ খান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিক্স লিখবেন আপনারা।’ ‘জুলাই এর স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যাই হোক কমেন্ট বক্সে লিখে যান।’
তাসরিফের কথায়, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করবো এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি তা গানের ভিডিও তে দেখিয়ে দেবো।