ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

মালাইকার বাজিমাত

মালাইকার বাজিমাত

দ্বিতীয় ফিকশনে বাজিমাত করলেন ছোটপর্দার নায়িকা মালাইকা চৌধুরী। ঈদে ‘ক্ষতিপূরণ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন তিনি। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। গত বছর ‘সন্ধিক্ষণ’ শিরোনামের একটি নাটক দিয়ে অভিনয়ে নাম লেখেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ও মালাইকা অভিনীত ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে ফিকশনের মধ্যে দুই নম্বরে এসেছে। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান। এরমধ্যে ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যরে এই ইউটিউব ফিল্ম দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিচ্ছে। অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’। ইউটিউব ফিল্মটি কাউকে কাউকে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করে তুলেছে। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা রাজও অভিনয় শিল্পীরা।

সজিব দরিয়া নামের এক প্রবাসীর কথায়, ‘গল্পটি কিছুটা নিজের জীবনের সঙ্গে মিলে গেলো। ‘ক্ষতিপূরণ’ দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আট বছর হয়ে গেলো প্রবাসে আছি। দাদি আমাকে হাজারবার দেখতে চেয়েছেন, অনেকবার বাড়ি যেতে বলেছেন। কিন্তু যেকোনো সমস্যার কারণে বাড়ি যেতে পারিনি। সেই দাদি মারা গেছেন দেড় বছর হবে। এখন মা ঠিক দাদির মতো প্রতিনিয়ত আমাকে বাড়ি যেতে বলেন। কিন্তু আমার সমস্যার কারণে যেতে পারি না। বুক ফেটে যায় মাকে দেখার জন্য। মা এমন একটা মায়া যা পৃথিবীর অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। মায়ের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ।’ অন্য এক প্রবাসী লিখেছেন, ‘সত্যি খুব ভালো লাগলো। চার বছর চলছে বিদেশে আসছি। দুই বছর ধরে মা দেশে যেতে বলেন, কিন্তু সত্যি বলতে ইচ্ছে করেই দেশে যাইনি। ‘ক্ষতিপূরণ’ দেখে মনে হচ্ছে আমার অনেক আগেই দেশে যাওয়া দরকার ছিল। তিন মাসের মধ্যেই দেশে যাবো।’ ইউটিউব ফিল্মটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত