ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুক্তি পাচ্ছে চার বছর আগের ছবি

মুক্তি পাচ্ছে চার বছর আগের ছবি

সিনেমার প্রচার-প্রচারণায় অভিনয়শিল্পীদের নীরবতার বিষয়টি নতুন নয়। মাঝে মাঝেই এরকম ঘটে। কারণে বা অভিমানে নিজেদের সিনেমার প্রচারণায় চুপ থাকতে দেখা যায় তাদের। মুক্তিপ্রতীক্ষিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটির ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে। আগামী ২৬ তারিখে মুক্তি অথচ প্রচারণায় নেই নায়ক-নায়িকা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। প্রচারণার মাঠে একা পরিচালক মস্তাফিজুর রহমান মানিক। কারণ জানতে চাইলে মানিক বলেন, ‘নায়ক কেন প্রচারণায় নেই এটা তাকে জিজ্ঞেস করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি তার সঙ্গে। কিন্তু সে খুব একটা আগ্রহ দেখায়নি।’ এদিকে নায়িকা সালওয়া দেশে নেই। শোনা গেছে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন ঢালিউড থেকে। তাই তার প্রচারবিমুখতায় কিছু মনে করছেন না পরিচালক। তার কথায়, ‘নায়িকা দেশের বাইরে। সে হয়তো ব্যক্তিগত কারণে সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। সেটা মানা যায়।’ এরপর আদরকে নিয়ে বলেন, ‘এটাই প্রথম সিনেমা ছিল আদর আজাদের। এরপর তাকে নিয়ে আমি ‘যাও পাখি বলো তারে’ বানিয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত