ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আজও অনন্য নব্বই দশকের সুপারস্টার মৌ

আজও অনন্য নব্বই দশকের সুপারস্টার মৌ

বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম সাদিয়া ইসলাম মৌ। মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে যিনি দীর্ঘ সময় ধরে নিজের জাত চিনিয়ে আসছেন। নব্বই দশকের শুরু থেকে ২০০০ পরবর্তী সময় পর্যন্ত রাজত্ব করেছেন গ্ল্যামার জগতে। মডেল হিসেবে মৌ তার যাত্রা শুরু করেন ১৯৮৯ সালে। খুব অল্প সময়েই কাজের মধ্য দিয়ে হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ।

দেশের শীর্ষস্থানীয় অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। বিশেষ করে নোবেলের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। আজও তাদের আইকনিক জুটি হিসেবে মানা হয়। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত ছিলেন অভিনয়েও। এখন আর নিয়মিত দেখা যায় না পর্দায়। শুধুই বিশেষ দিবস কিংবা উৎসবেই দর্শক তাকে পান নাটকে। এবারের ঈদেও ব্যতিক্রম হয়নি। ‘কোনো একদিন’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন মৌ। এখানে তার বিপরীতে ছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। প্রসঙ্গত, ব্যক্তি জীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী মৌ। পুষ্পিতা ও পূর্ণ নামে তাদের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত