টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতেছে রুনা খান অভিনীত ছবি ‘নীলপদ্ম’। আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করেছে ছবিটি। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন নির্মাতা তৌফিক এলাহি। তিনি বলেন, ‘টোকিও লিফট অফ ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল, জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।’ আরও বলেন, ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অফ উৎসবে পুরস্কৃত হয়েছে, উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরি হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়; এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।’ দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। এতে রুনা খান ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।