একজন নাট্যপরিচালক, সিনেমার পরিচালক হিসেবে ভীষণ সমাদৃত সালাহ উদ্দিন লাভলু। তার অভিনয়ও দর্শক এখনও ভীষণ উপভোগ করেন। পরিচালক হিসেবে তিনি যেমন সফল, অভিনেতা হিসেবেও তিনি সফল। আবার তিনি যখন নাটক নির্মাণ করেন তখন সাধারণত মাসুম রেজার স্ক্রিপ্টকেই গুরুত্ব দেন বেশি। যথারীতি মাসুম রেজা রচিত গল্প ‘ফুল গাঁও’ নিয়ে এবার সালাহ উদ্দিন লাভলু নতুন ধারাবাহিক নির্মাণ করছেন। ‘ফুল গাঁও’ শিরোনামের এই ধারাবাহিকটি শিগগিরই প্রচার শুরু হবে। এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র নীলা। নীলার ফুলের ব্যবসা ছিল। কলকাতা থেকে দেশে ফিরেই নীলা বাবার সেই ব্যবসার দায়িত্ব নেন। ধারাবাহিকটির শুরু থেকেই নীলা চরিত্রে নিয়মিত কাজ করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী। যিনি আগে ছিলেন একজন নাট্যকার। পরবর্তীতে নিজেকে অভিনয়েই ব্যস্ত করে তুলেছেন। বুহ নাটকে যেমন অভিনয় করেছেন তিনি। সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘দরদ’ সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন এলিনা শাম্মী। আবারও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় নতুন ধারাবাহিকে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত তিনি। এলিনা শাম্মী বলেন, ‘শ্রদ্ধেয় মাসুম রেজা ভাইয়ের স্ক্রিপ্ট আর লাভলু ভাইয়ের নির্দেশনা, এ যেন সোনায় সোহাগা। লাভলু ভাই এমনই একজন পরিচালক যিনি স্ক্রিপ্টের উপরই নির্ভর করে নাটক নির্মাণ করেন। স্ক্রিপ্টে যা আছে এর বাইরে শিল্পীকে অভিনয়ের সময় আর এক চুল পরিমাণও ইমপ্রুভাইজ করার সুযোগ দেন না। আর ভীষণ যত্ন নিয়ে ধৈয্য ধরে তিনি দৃশ্য ধারণ করেন। যতোক্ষণ পর্যন্ত শিল্পীর অভিনয় পারফেক্ট হচ্ছেনা ততোক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা করেই যান শিল্পীর কাছ থেকে পারফেক্ট অভিনয় বের করে আনার। যে কারণে তার নাটকের প্রত্যেকটি দৃশ্য এতো প্রাণবন্ত হয়। আমার পরম সৌভাগ্য যে আমি আবারও লাভলু ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকে কাজ করছি এবং আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। লাভলু ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ শিগগিরই এই ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার শুরু হবে। শাম্মী জানান, এর আগেও তিনি একই পরিচালকের নির্দেশনায় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছিলেন। এদিকে শাম্মী অভিনীত মিজানুর রহমান লাবু পরিচালিত ‘আতর বিবি লেন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। শাম্মী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। তার অভিনীত প্রথম সিনেমা শাহআলম কিরনের ‘৭১-এর মা জননী’।