ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন নাটকে আরশ-উর্বী

নতুন নাটকে আরশ-উর্বী

গত বছরের শেষপ্রান্তে তরুণ গুণী নির্মাতা মেহেদী হাসান জনির নির্দেশনায় নির্মিত ‘কিছু বলবে কী’ শিরোনামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়। নাটকে এই সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আরশ খান ও প্রিয়ন্তী উর্বী প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন। দু’জনের অনবদ্য অভিনয় মুগ্ধ করে দর্শককে। নাটকটি এখন পর্যন্ত প্রায় ষাট লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন। একই পরিচালকের নির্দেশনায় আবারো আরশ-উর্বী আরও একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আমাদের গল্পটা এখানে শেষ’ শিরোনামের এই নাটকের শুটিং গেলো ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। আবারও আরশ উর্বীকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে এই নাটকের রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক মেহেদী হাসান জনি বলেন, ‘কিছু বলবে কী মূলত আরশ উর্বী জুটির প্রথম দিকের নাটক। তবে দুজনেই আমাকে সেই সময়টাতে ভীষণ সহযোগিতা করেছিলেন নাটকটির গল্প ফুটিয়ে তোলার জন্য। যথারীতি দর্শক চাহিদা থাকায় এই জুটিকে নিয়ে আবারও একটি নাটক নির্মাণ করেছি। এই নাটকটির গল্প স্যাড রোমান্টিক। গল্পটা বলতে চাইনা। কারণ একটি টুইস্টকে ঘিরেই নাটকটির মূল গল্প। সেটা বলে দিলে দর্শকের আর আগ্রহ থাকবেনা। তবে আমার নির্দেশিত দ্বিতীয় নাটক আমাদের গল্পটা এখানে শেষ-এ আরশ যেমন দারুণ অভিনয় করেছে তদ্রুপ উর্বীও তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। যে কারণে আগের নাটকের চেয়ে এই নাটকে দুজনের অভিনয় ভীষণ প্রাণবন্ত ছিলও।

নির্মাতা হিসেবে আমি ভীষণ খুশি এবং এই নাটক নিয়ে আমি খুউব আশাবাদী। আন্তরিক ধন্যবাদ জানাই আরশ ও উর্বীকে।’ এদিকে কিছুদিন আগে আরশ উর্বী রাইসুল তমালের নির্দেশনায় আরও একটি নাটকে অভিনয় করেছেন। আরশ উর্বী অভিনীত আরও প্রকাশিত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ‘সময় হলে বলবো’, ‘তুমি পাশে থাকলে’, ‘পাখিগো নাম ধরে ডাকো’, ‘হৃদয়ের টানে’, ‘তুই আমার হয়ে যা’, ‘প্রেমে ডুবি’, ‘প্রিয় কুন্তল’ ইত্যাদি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত