
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের ৫টি সিনেমা রয়েছে দৌড় প্রতিযোগিতায়। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছে। নিশ্চিত করেন অস্কার বাংলাদেশি কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। তিনি জানান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা দিয়েছে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ।
জমা পড়া সিনেমা পাঁচটি হলো ‘সাবা’ (পরিচালক : মাকসুদ হোসাইন; প্রযোজনা সংস্থা : ফিউশন পিকচার), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক : লীসা গাজী; প্রযোজনা সংস্থা : কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক : আকরাম খান; প্রযোজনা সংস্থা : টিএম ফিল্মস), ‘প্রিয় মালতী’ (পরিচালক : শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা সংস্থা : ফ্রেম পার সেকেন্ড) এবং ‘ময়না’ (পরিচালক : মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা সংস্থা : জাজ মাল্টিমিডিয়া)।