
‘প্রিয় মালতী’ দিয়ে প্রথমবার প্রেক্ষাগৃহ জয় করলেও বড়পর্দায় মেহজাবীন চৌধুরীর অভিষেক ‘সাবা’র মাধ্যমে। আন্তর্জাতিক অঙনে পুরস্কৃত হয়ে এবার প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। আজ মুক্তি পাবে সাবা’। ঢালিউডের এই দুর্দিনে ‘সাবা’ হয়ে উঠেছে আশা জাগান সিনেমা। বোঝা গেল স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে। তিনি বলেন, ‘সামনে কয়েকটি সিনেমা আসছে। এরমধ্যে আশা করছি মেহজাবীনের সাবা ভালো করবে। কেননা তিনি দেশের একজন বড় তারকা। তার আগের ছবিটিও (প্রিয় মালতী) বেশ গেছে। তার একটি দর্শকগোষ্ঠী আছে।’ একই সুর যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানের কণ্ঠে। তিনি বলেন, ‘ঈদের পর আমরা দুটি বাংলা সিনেমা চালাচ্ছি। এক জয়া আহসানের ‘ফেরেশতে’। অন্যটি হচ্ছে ‘বাড়ির নাম শাহানা’। কিন্তু ছবিগুলো দর্শক টানতে পারছে না। সামনে মেহজাবীনের ছবিটা মুক্তি পেলে চালাব। তার একটি দর্শকগোষ্ঠী আছে। তার ‘সাবা’ নিয়ে আমরা আশাবাদী।’ এ দিকে ‘সাবা’ না পেয়ে আক্ষেপ করলেন চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ হোসাইন। তিনি বলেন, ‘ভেবেছিলাম মেহজাবীনের ‘সাবা’ চালাব। কিন্তু সেটি নাকি সিনেপ্লেক্স ছাড়া দেওয়া হচ্ছে না। এর-ই বা অর্থ কী।’ ‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘সাবা’।