
বাংলাদেশের সিনেমার জনপ্রিয় দুই নায়ক নায়িকা আমিন খান ও পপি। দুজনের কেউ এখন আর সিনেমাতে অভিনয়ে নিয়মিত না থাকলেও অভিনয় থেকে দূরে যাওয়ার আগেই তারা জুটি হিসেবে দর্শককে বেশকিছু ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। সিনেমাপ্রেমী দর্শকরাও জুটি হিসেবে আমিন খান-পপিকে বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছিলেন। আমিন খান ও পপি প্রথম একসঙ্গে অভিনয় করেন শেখ সুলতান আহমেদ পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’ সিনেমাতে। প্রথম সিনেমাতে অভিনয় করেই তারা দু’জন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এরপর তাদের দুইজনকে জুটিবদ্ধ হয়ে ‘মা আমার বেহেস্ত’ ‘মন দিওয়ানা’ ‘হীরা চুনি পান্না’ ‘বিশ্ব বাটপার’ ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ‘ক্ষ্যাপা বাসু’ ‘কসাই’সহ আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ অর্ধযুগ আগে সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমায় অভিনয় করেছেন তারা দু’জন। সিনেমাটি কিছুদিন পর অবশেষে অর্ধযুগ সময়ের পর মুক্তি পেতে যাচ্ছে। পপি প্রসঙ্গে আমিন খান বলেন, ‘পপি আর আমি যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি, প্রায় সবগুলোই ব্যবসা সফল হয়েছিল।’