
মুক্তির পর সিনেমাটি নিয়ে দারুণ মুগ্ধতা ছড়ায় বিশ্বজুড়ে। প্রেক্ষাগৃহ থেকে ওটিটি; প্রশংসায় ভেসেছিল নিখোঁজ এক নববধূর গল্প। তারপর মাঝের সময়টুকু চুপচাপ। যেন মুগ্ধতার ইতি ঘটল। কিন্তু ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে যেন তুমুল বেগে ফিরে এলো নিখোঁজ সেই নারীর অসাধারণ গল্পটি। পুরো ইন্ডাস্ট্রিকে মনে করিয়ে দিল, তারকাহীন ‘লাপাতা লেডিস’- এর গল্পের শক্তি।
সেরা সিনেমাসহ সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত সিনেমাটি। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে ‘কিল’। সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’।