ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রযোজক পরিচয়ে ফারিণ

প্রযোজক পরিচয়ে ফারিণ

চট করে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে তাসনিয়া ফারিণ যেন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন। কারণ সোশ্যাল হ্যান্ডেলে তার কাজের চেয়ে ঘোরাঘুরির ছবি বেশি ঘুরপাক খাচ্ছে। এরমধ্যে ওটিটি মুগ্ধতা পেরিয়ে দুটি ভিন্ন সিনেমাও উপহার দিয়েছেন অভিনেত্রী। একটি এই বাংলার ‘ইনসাফ’, অন্যটি ওই বাংলার ‘আরও এক পৃথিবী’। হিট না হলেও সমালোচক সমীহ পেয়েছেন ফারিণ। মাঝে ‘ফাতিমা’ সিনেমার জন্য পেয়েছেন বিদেশ থেকে পুরস্কারও। এরমধ্যে তাহসানের সঙ্গে গান গেয়ে সুপারহিট! তবু কোথাও যেন ঘোট পাকাচ্ছিলেন তাসনিয়া ফারিণ। যেটি এবার স্পষ্ট হতে চলেছে। জানা গেছে, নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে শুরু করতে ফিরছেন প্রযোজক পরিচয়ে। গড়ছেন প্রযোজনা প্রতিষ্ঠান। ফেসবুক বিবৃতিতে এমনটাই জানান ফারিণ। সঙ্গে নেটাগরিকদের কাছে জানতে চান, তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যে নামের ঝড় বয়ে যাচ্ছে এখনও। এই সূত্রে ফারিণ গণমাধ্যমে বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’ জানা গেছে, দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন। সূত্র বলছে, এই ব্যানারের প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে প্রযোজকের নিজের গাওয়া গান। এটি প্রকাশ পাবে এ বছরের শেষ দিকে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনও এতদূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ফারিণ জানালেন, সেটি সচেতন সিদ্ধান্ত। বলেন, ‘সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত