
কয়েকদিন আগেই চলতি বছরের সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘কন্যা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কণা। বিসিআর-এ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ‘কন্যা’ গানের জন্যই কনা পেলেন শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার। ‘কন্যা’-র গানের জন্য এই পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত কণা অ্যাওয়ার্ড হাতে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে ভালো লাগা নিয়ে ছবিও শেয়ার করেছেন। অর্থাৎ একজন শিল্পী যখন নিজের একটি ভালো গানের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান তখন সেই ভালো লাগা সবার সঙ্গেই শেয়ার করতে চান। কনাও ঠিক তাই করেছেন। এরইমধ্যে কনা নতুন একটি গান নিয়ে আসছেন আগামী ১৩ নভেম্বর। সেদিন ইউটিউবে প্রকাশ পাবে কনার কণ্ঠে ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনা এই সময়ের অন্যতম আলোচিত শিল্পী। বিশেষত সিনেমার গান দিয়ে তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পীদের মধ্যে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। বিশেষত ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হবার পর তার স্টেজ শোও বেড়ে গেছেন অনেক।