ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি এক অনুষ্ঠানে তার অভিনয় জীবন এবং কাজের দর্শন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, অভিনয়কে তিনি কখনোই চাপ হিসেবে দেখেন না, বরং সব সময় উপভোগ করেন। বর্তমানে তিনি কাজের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন। তৌসিফ মাহবুব বলেন, ‘কাজটাকে কখনোই চাপ হিসেবে দেখি না। কাজটাকে এনজয় করি সবসময়। কাজ খুব কম করছি এখন। লাস্ট উইকে একটা কাজ রিলিজ হলো, ‘এমন দিনে তাকে বলা যায়’। এই কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হই না কাজটা। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে গুরুত্বপূর্ণ না।’ তার কথায়, ‘খোয়াবনামা’রও আসলে অলমোস্ট সাড়ে ছয়-সাত মিলিয়ন ভিউ আছে। আমার অনেক কাজ ২০-৩০ মিলিয়ন ভিউ আছে। কিন্তু এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। আসলে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ।’ তৌসিফের ভাষ্যে, ‘কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিশিয়েট করছে, এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো হয়। আমার জীবনে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত