
সৌদি আরবে ‘রিয়াদ সিজন’ মাতালেন বাংলাদেশি তারকা ডিজে তুরিন। বাংলাদেশি গানের সুরে ও তালে প্রতিদিনই লাখো দর্শক শ্রোতাদের মাতিয়ে নজর কেড়েছেন এ তরুণী। চার দিনব্যাপী এ উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশি অন্য তারকারাও। তুরিন জানান, শ্রোতা ও দর্শকদের চাহিদার কারণে প্রতিদিন দুবার মঞ্চে পারফর্ম করতে হয়েছে তাকে। প্রায় দশ লাখ প্রবাসীর উপস্থিতিতে দেশের ফোক রক ও জনপ্রিয় ধারার গানের সুরে ও তালে মূর্ছনা ছড়ান তিনি।ছোটবেলা থেকেই তুরিন মডেল হয়েছেন অসংখ্য বিজ্ঞাপনে। ২০১৮ সালে মিস কালচার ট্যুরিজম বিউটি পেজেন্টের মধ্য দিয়ে ফের আলোচনায় আসেন তিনি। দেশের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে মডেলিং করেছেন। অভিনয় করেছেন বেশ কিছু টেলিভিশন নাটকেও। চলতি বছর অনন্য মামুন পরিচালিত ‘মেক আপ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। তবে, সবকিছু ছাপিয়ে তুরিন ডিজে ক্যারিয়ারকেই সামনে এগিয়ে রাখছেন। ডিজে হিসেবেও যে দর্শক ও শ্রোতাদের তুমুল ভালোবাসা অর্জন করা যায়, তার সাক্ষ্য বহন করছেন ডিজে তুরিন। নিয়মিতই দেশের কর্পোরেট আয়োজনগুলোতে পারফর্ম করছেন তিনি। ডিজের তালে সৌদি মাতালেন কে এই তুরিন? প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল শোতে পারফর্মের অভিজ্ঞতাও হয়ে গেলো রিয়াদ সিজনে অংশ নিয়ে। গত ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর নিয়মিতই রিয়াদের স্টেজে পারফর্ম করেন তিনি। লাখো মানুষ তার ডিজের তালে নাচছেন।
তুরিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দর্শকের হর্ষধ্বনি ও তুরিণ তুরিণ বলে মঞ্চে স্বাগত জানানোর দৃশ্যও।