
বিনোদন জগতের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ফ্যাশন দুনিয়ায় পোশাক-মেকআপ নিয়ে কাজ করে থাকেন। মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন সিনেমা ও ভিডিওতে। অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী ছাড়াও দীঘি, বারিশ, মিমসহ অসংখ্য তারকার সঙ্গে একাধিক ফ্যাশন হাউসের কাজ করেছেন এ কোরিওগ্রাফার।
তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে বর্তমানে গৌতমের সঙ্গে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন এ কোরিওগ্রাফার। গৌতম সাহা বলেন, অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি রাগ করেছি অপুর সঙ্গে। কেন রাগ করেছি সেটি আমি বলব না। তিনি বলেন, অনেকে মনে করছেন- অপু আমাকে বাদ দিয়েছে। বিষয়টি এমন নয়। আমিই বাদ দিয়েছি অপুকে। সেটির সাক্ষীও আমার আছে।
এ কোরিওগ্রাফার বলেন, আমাদের ভাইবোনের সম্পর্ক। তাই মনোমালিন্য হবেই। তবে কি কারণে সেটি বলব না। বিষয়টি ও জানে, আর আমিও জানি। আমাদের মনোমালিন্যের কারণে একসঙ্গে কাজ করা হচ্ছে না।