ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সম্মাননা পেলেন জুলফিকার জাহেদী

সম্মাননা পেলেন জুলফিকার জাহেদী

চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছেন। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক নতুন গৌরব বয়ে এনেছেন। সম্প্রতি দুবাইয়ের পাঁচ তারকা শেরাটন ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ৩০ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে জাহেদী এই স্বীকৃতি অর্জন করেন। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা, সৃজনশীল কর্মী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ফ্রেন্ডস ভিউ অ্যাড মিডিয়া অ্যান্ড ইভেন্টস। সম্মাননা প্রদানের পাশাপাশি এতে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় পর্ব এবং সম্মানিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত