
এই সময়ের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও জেবা জান্নাত। তারা দুজনই একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আবার মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। দেশ বিদেশে তাদেরও রয়েছে ভক্ত। তাদেরও অনুরোধ থাকে নতুন কাজের। সিয়াম-জেবা ভক্তদের জন্যই এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেলো তাদের অভিনীত নতুন নাটক ‘বন্ধন’। নাটকটি এরইমধ্যে বিটিভিতে প্রচারের পর বিটিভির ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা করেছেন নীহার আহমেদ, পরিচালনা করেছেন মনন আসাদ। নাটকটিতে সিয়াম মৃধা ও জেবা জান্নাত ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সালমা আক্তার শারমিনসহ আরও অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সিয়াম মৃধা বলেন, ‘গল্পটা আমার কাছে খুবই ভালোলেগেছে। অভিনয় জীবনের শুরু থেকে অনেক স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাটকে অভিনয় করেছি, ইউটিউবের জন্যও নাটকে অভিনয় করেছি। তবে বিটিভিতে আমার নাটক প্রচারের বিষয়টি আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। এখনও যে দর্শক বিটিভি দেখেন তা এই নাটকটি প্রচারের পর বেশ ভালোভাবে অনুধাবন করলাম। সত্যিই বিটিভিতে নিজেকে দেখে পুরোনো দিনের কথা মনেপড়ে গেলো। নাটকে আমার সহশিল্পী হিসেবে আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা শাহেদ শরীফ ভাইকে পেয়েছি।