
২০২৩ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ইনফ্লুয়েন্সার শাম্মী ইসলাম নীলা এবার পর্দায় প্রধান চরিত্রে। দীর্ঘদিন ধরে টিভিসি, ওবিসি ও বিভিন্ন শর্ট ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথম নায়িকা হয়ে হাজির হচ্ছেন তিনি। তার অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’-নাম ভূমিকাতেই দর্শকের সামনে আসছেন শাম্মী। প্রধান চরিত্রে অভিনয় করা যে তার জন্য বড় চমক-তা স্পষ্ট করেই জানালেন শাম্মী ইসলাম। তিনি বলেন, ‘এত দিন দর্শক আমাকে অল্প অল্প দেখেছে, কোনো বিজ্ঞাপন বা শর্ট ভিডিওতে। এবার দীর্ঘ সময়ের জন্য পর্দায় দেখবে। যারা আগে থেকে আমাকে চেনেন, তারা আমার পরিবর্তনটা বুঝতে পারবেন।’ তার চরিত্রের ভেতর রয়েছে কান্না-হাসি-আবেগের নানা যাত্রা। অভিনয়ের সময় গল্পের কিছু অংশ তাকে ব্যক্তি জীবনের স্মৃতির কাছেও নিয়ে গেছে। বিশেষ করে নায়কের বিদায় জানানোর একটি দৃশ্য তার বাস্তব অনুভূতির সঙ্গে মিলে গেছে। কারণ তার স্বামী দেশের বাইরে থাকেন আসেন, আবার চলে যান।
শাম্মী বলেন, ‘ওয়েব ফিল্মের কিছু দৃশ্যে হিরোকে যেভাবে বিদায় জানাতে হয়, বাস্তব জীবনেও আমার স্বামীকে প্রায়ই সেভাবেই বিদায় দিতে হয়। তবে পর্দার বিদায়টা কেমন-সেটা জানতে পুরোটা দেখতে হবে।’
তিনি আরও জানান, নিজের জীবনের তুলনায় বন্ধুদের অভিজ্ঞতার সঙ্গে গল্পের নানা ঘটনার মিল পেয়ে চরিত্রে ডুবে যাওয়া তার জন্য সহজ হয়েছে।
‘আবেগটা অনুভব করেছি, তাই চরিত্রে প্রয়োগ করতেও সুবিধা হয়েছে,’ যোগ করেন তিনি।
নতুন নায়িকা হিসেবে তার এই অভিষেক এখন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু।