ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হৃদয়ে রক্তক্ষরণ

অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধ আনতে গিয়ে নিহত হন নূরে আলম

অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধ আনতে গিয়ে নিহত হন নূরে আলম

চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ব্যথা হওয়ায় ওষুধ কিনতে বের হয়েছিলেন নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০), কিন্তু সংঘাতে নিহত হন তিনি। নূরে আলম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে। হেফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদ্রাসায় পড়ছিলেন তিনি। একই সঙ্গে নিজেদের বাড়িতে তা’লিমুল কোরআন মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করছিলেন। ২০ জুলাই ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজার এলাকায় কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেখানে তিনি গুলিবিদ্ধ হন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ২৯ জুলাই নূরে আলমের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বলেন, ১৯ জুলাই আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান নূরে আলমের মা-বাবা। তারা বাড়িতে এসে দেখেন, ছেলে নেই। পরে লোকজন খবর দেন, ছেলের গুলি লেগেছে। লোকজনের মুখে শুনেছেন, সংঘর্ষের ঘটনা ভিডিও করার সময় পুলিশ তাকে গুলি করে।

ছেলের মৃত্যুর খবর পেয়ে অচেতন হয়ে পড়েন মা নূরুন নাহার। নূরে আলমের লাশ বাড়িতে রেখে স্বজনেরা তাকে নিয়ে যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তিনি। বাবা আবদুল হালিম বলেন, ‘বিচার কই দিমু? বিচার চাইলে তো আর আমার ছেলে পাইতাছি না। আমার ছেলে কোনো রাজনীতি করত না। তারপরও জীবন দিল।’

বাড়িতে কথা হয় ভগ্নিপতি মো. ইলিয়াস মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘নূরে আলমের নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। ইসলামি ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে দিতেন তিনি। মানুষের কাছে শুনেছেন, ভিডিও করার সময় তাকে গুলি করা হয়। নূরে আলমের মোবাইল ফোনটিও পাওয়া যায়নি।’ তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বাদী হয়ে ২২ জুলাই থানায় একটি মামলা করেন। অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের পরিকল্পনা ও ষড়যন্ত্র মোতাবেক বন্দুকধারী চার থেকে পাঁচজন গুলি করে নূরে আলমকে হত্যা করে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত