ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত ২০

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত ২০

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন দেড় শতাধিক। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।

রাজধানীর বিভিন্ন হাসপাতালের হিসাব অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, নিহত নেই, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, নিহত ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩ ও নিহত ১ জন, সিএমএইচে আহত ১৭, নিহত ১২ জন জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত ১, নিহত ২ জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ এবং নিহত ২ জন, উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ জন ও নিহত ১ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন এবং নিহত নেই। এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন। নিহত হয়েছেন ২০ জন।

জানা গেছে, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অভিভাবকরা ছুটে আসে সন্তানদের খোঁজে। নিহত ও হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালিত হবে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহত ও আহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জাতীয় বার্ন ইউনিটে ভর্তি: প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। এরমধ্যে ৩২ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ৩২ জনের নাম রয়েছে।

দগ্ধরা হলেন- ১. শামীম ইউসুফ (১৪) ২. মাহিন (১৫) ৩. আবিদ (১৭) ৪. রফি বড়ুয়া (২১) ৫. সায়েম (১২), ৬. সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা (১১), ৮. নাফি (১০), ৯. মেহেরিন (১২), ১০. আয়মান (১০), ১১. জায়েনা (১৩), ১২. ইমন(১৭), ১৩. রোহান (১৪), ১৪. আবিদ (০৯), ১৫. আশরাফ (৩৭), ১৬. ইউশা (১১), ১৭. পায়েল (১২) ১৮. আলবেরা (১০), ১৯. তাসমিয়া (১৫), ২০. মাহিয়া (১৩), ২১. অয়ন (১৪), ২২. ফয়াজ (১৪), ২৩. মাসুমা (৩৮), ২৪. মাহাতা (১৪), ২৫. শামীম (১৭), ২৬. জাকির(৫৫), ২৭. নিলয় (১৪), ২৮. সামিয়া ( ১৪), ২৯. আরিয়ান (১২) ৩০. তৌফিক (১৩), ৩১. নূসরাত (১৩), ৩২. তানভীর আহমেদ (১৩)।

তবে নিহতদের পরিচয় শনাক্ত না হলে ডিএনএ টেস্টের পর লাশ হস্তান্তরের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের লাশ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় পরিস্থিতি : মাইলস্টোনের নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ জানায়, আমি তখন স্কুল ক্যান্টিনে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনি। দেখলাম, বিমানটি পাঁচতলা ভবনে ধাক্কা খেয়ে দোতলা ভবনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সবাই চিৎকার করছে, দৌড়াচ্ছে। অনেক ছোট ভাইবোনের শরীরে আগুন ধরে যায়। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির শিক্ষার্থী মিরাজ বলেন, চোখের সামনে অনেক ছোট ভাইবোনকে পুড়তে দেখেছি। কারও শরীর ছিন্নভিন্ন। বুঝতেই পারছিলাম না- আমি স্বপ্ন দেখছি, নাকি সত্যি! শাহরিয়া নামে একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী বলেন, আমরা পাশের ভবনে ক্লাস করছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠি। জানালায় তাকিয়ে দেখি দোতলা ভবনে আগুন। কয়েক সেকেন্ড পরেই পুরো ভবনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। একই ক্লাসের অনিক শেখ বলেন, জীবনে প্রথম মৃত্যুকে এত কাছ থেকে দেখলাম।

আগুন, ধোঁয়া আর ছুটোছুটি- এই শব্দগুলো মাথায় গেঁথে গেল। আমাদের স্কুলটা যেন এক নিমিষেই মৃত্যুপুরী হয়ে উঠল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নুরুজ্জামান মৃধা বলেন, যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস চলত। দুপুর একটার দিকে ক্লাস শেষ হলেও অনেকে প্রাইভেট কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই বিমানটি ভবনের ওপর পড়ে। আমাদের অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানের দুই পাখায় পুড়েছে শিশুদের ক্লাসরুম : বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হওয়া একটি ভবনে। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে বিধ্বস্ত প্লেনের অংশবিশেষ দেখে বোঝা যায় বিমানটি স্কুল ভবনের সামনে পড়ে ছিটকে ভবনের সিঁড়ির সামনে চলে যায়। আর এর দুটি পাখার আঘাতে ধ্বংস হয় শিক্ষার্থীতে পরিপূর্ণ দুটি ক্লাসরুম। দেখা গেছে, আক্রান্ত ওই দুই কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। স্কুলের দারওয়ান জানান, ওই ভবনে প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো।

ছুটির সময়ে স্কুল ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে বিমান: স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়ে স্কুল ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে। যে ভবনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলে। কিছু শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়েছিল, বাকিরা বের হচ্ছিল। ঠিক এমন সময় বিমানটি আছড়ে পড়ে। উদ্ধার হওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, দুর্ঘটনা কবলিত ওই ভবনের প্রবেশের জন্য একটিমাত্র প্রবেশদ্বার রয়েছে। ঘটনার পরপরই বিমান বাহিনীর হেলিকপ্টার স্কুল মাঠে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু জেট ফুয়েলের আগুনের জন্য তা ব্যাহত হয়।

একের পর এক দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে: প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ায় দুইজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে একের পর এক প্রায় অর্ধশত মানুষকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ বলেন, আমাদের এখানে বহু আহতকে আনা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, এমন অন্তত ৩০-৩৫ জনকে আমরা বার্ন ইউনিটে রেফার করেছি। কম গুরুতরদের এখানে চিকিৎসা চলছে। যারা আসছেন, তাদের সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। কিছু রোগীর শ্বাসনালিতেও ধোঁয়ার প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতরদের দ্রুত রেফার্ড করায় সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।

আহতদের মেট্রোরেলে নেওয়া হয় হাসপাতালে: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের অনেককে মেট্রোরেলে করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য মেট্রোরেলের বগি রিজার্ভ করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্ন ইনস্টিটিউটে রক্তের জন্য মাইকিং: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ৬০ জনের অধিক মানুষকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জরুরিভিত্তিতে রক্তের জন্য ইনস্টিটিউটের ভেতরে এবং বাইরে মাইকিং করা হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউট ঘুরে দেখা যায়, দলে দলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রক্ত দিতে আসছেন। তবে পজিটিভ রক্ত পর্যাপ্ত হয়ে গেলেও সংকট রয়েছে নেগেটিভ রক্তের। এ অবস্থায় মেডিক্যালের ভেতরে এবং বাইরে রক্তের জন্য মাইকিং করা হয়। পাশাপাশি মেডিকেলের বাইরে ট্রাফিক পুলিশ সদস্য সাঈদও তার হ্যান্ড মাইক দিয়ে নেগেটিভ রক্তের জন্য মাইকিং করেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অ্যাম্বুলেন্স করে একের পর এক দগ্ধ রোগী নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসছে। দ্রুত সময়ে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের ব্যস্ত হয়ে পড়েছেন। ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে একের পর এক অর্ধশতের বেশি মানুষকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। জানা গেছে, আহতদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়। আহতদের জন্য রক্তের প্রয়োজন, রক্ত চেয়ে অনুরোধ করা হয়। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেশি বলে জানান চিকিৎসকরা।

প্রধান উপদেষ্টার শোক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করছি।’ প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

আহতদের হাসপাতালে দেখতে যান জামায়াতের আমির ও বিএনপির মহাসচিব: উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল বিকেলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ছুটে যান তারা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

আহতদের চিকিৎসা সহায়তায় নেতাকর্মীদের নির্দেশ: উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উদ্ধারকাজে সহায়তা, আহতদের চিকিৎসা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জাতীয় যুবশক্তি ও ডক্টরস উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ারও নির্দেশনা দেন নাহিদ।

এনসিপির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে ডা. আব্দুল আহাদের সমন্বয়ে মেডিক্যাল টিম কাজ করছে। টিমের অন্য সদস্যরা হলেন- এনসিপির হেড অব হেলথ উইংয়ের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য মো. ইউসুফ জামিল, ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম, ডা. সাব্বির আহমেদ।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় বেলা ১টা ২২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করায় দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত