ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি

ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদি শপথগ্রহণ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দেশবাসীর কাছে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর শরীফ ওসমান হাদির বাণী দেয়াল-লিখন এবং গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার জন্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান তিনি। এর আগে, গত সোমবার ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।

তিন দফার বিষয়ে জাবের বলেন, আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট কোনো বার্তা আসেনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইবুনালের মাধ্যমে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা— যারা পেশাদার এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারকার্য নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, তারা ২৫ ডিসেম্বর, অর্থাৎ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে কোনো কর্মসূচি রাখবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে জাবের বলেন, আমরা মনে করছি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।

আগামী ২৫ তারিখের পর ইনকিলাব মঞ্চ বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে বলেও জানায় আব্দুল্লাহ জাবের। তিনি বলেন, আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করবো এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।

ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে : শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, ১৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। পরে ১৬ ডিসেম্বর তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

ওসমান হাদির স্ত্রীর বক্তব্য দাবিতে ভুয়া ভিডিও শনাক্ত -ফ্যাক্টওয়াচ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্ত্রী হিসেবে এক নারীর বক্তব্যের ভিডিও ফেসবুকে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওতে থাকা ওই নারী ওসমান হাদির স্ত্রী নন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, রাজধানীতে আততায়ীর গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা যান। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সেখানে তার স্ত্রী বক্তব্য দিচ্ছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে থাকা নারী ‘সম্মিলিত নারী প্রয়াস’ নামে একটি প্ল্যাটফর্মের কোষাধ্যক্ষ। তার নাম রাইহানা সুলতানা নাসিম। তিনি কেয়ারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তথ্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে ভূমিকা রাখছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত