
শহিদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ করছে ইনকিলাব মঞ্চ। গতকাল রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি। গত শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন। এ সময় মঞ্চের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগান দিচ্ছেন। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।
চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ : শরিফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুরে ২টা থেকে বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সংগঠনটির চবি ইউনিটের আহ্বায়ক রাফসান রাকিব দ্য ডেইলি স্টারকে জানান, এখনো ন্যায়বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।’ এ অবরোধ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিবাদে অংশগ্রহণকারী এবং আপ বাংলাদেশের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার বলেন, ‘ওসমান হাদিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবিতে সড়কে নেমেছি।’ এদিকে নতুনব্রিজ এলাকার ব্যস্ততম চৌরাস্তায় এই অবরোধ কর্মসূচির কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। নতুনব্রিজ চৌরাস্তাটি শহরের বন্দরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে শাহ আমানাত সেতুর মাধ্যমে সংযুক্ত করে। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।
হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল রোববার বেলা ৩টার দিকে নগরীর ডিসির মোড় শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেন। কর্মসূচি থেকে শহীদ ওসমান হাদিকে হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা বিচার বিচার বিচার চাই-হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ-এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি-ছাড়ো ভারতভক্তি, সুশীলতার দিন শেষ-বিচার চাই বাংলাদেশ, তুমি কে আমি কে?-হাদি হাদি, ভারতের আগ্রাসন-রুখে দাও জনগণ, লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার, আমরা সবাই হাদি হব-গুলির মুখে কথা কবসহ বিভিন্ন স্লোগান দেন।
শহীদ হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : শরিফ ওসমান হাদিকে হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। গতকাল রোববার বিকেল ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। অবরোধের কারণে মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে তীব্র যানজট দেখা দেয়।
সরেজমিনে দেখা গেছে, ৪০-৪৫ জন ছাত্র-জনতা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দেন। অবরোধকারী জনতাকে অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য যানবাহন আটকে রাখতে দেখা যায়। আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শহীদ হন।
সিলেটে হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ : শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিলেট নগরের চৌহাট্টা মোড়ে গতকাল রোববার বেলা দুইটা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চ থেকে আধিপত্যবাদবিরোধী শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানোনো হয়। ঘোষণা অনুযায়ী, গতকাল রোববার বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করার কথা থাকলেও পরবর্তীতে তিন ঘণ্টা পিছিয়ে বেলা দুইটায় কর্মসূচি নির্ধারণ করা হয়। বেলা দুইটার আগে থেকে ইনকিলাব মঞ্চের নেতারা সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শহীদ মিনারের সামনে থেকে বেলা দুইটা ১০ মিনিটের দিকে চৌহাট্টা মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
হাদি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে অবরোধ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। গতকাল রোববার দুপুর ৩টা থেকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত একর্মসূচি পালন করে তারা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দেন তারা। অবরোধ চলাকালে ছাত্র-জনতা অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য যানবাহন আটকে রাখে। এর কারণে সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তীতে পড়েন যাত্রীসাধারণ।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানালে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।
হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ : শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। গতকাল রোববার বিকেল পৌনে ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কে মাগরিবের নামাজ আদায় শেষে পুলিশের অনুরোধে বিক্ষুব্ধরা মহাসড়ক ছেড়ে চলে যান। ছাত্র-জনতার ব্যানারে পালিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ : শহিদ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। গতকাল রোববার বিকাল ৩টা থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড- ‘কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি’, ‘জাস্টিস ফর হাদি’, ‘ইনসাফ ফর হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’,’তুমি কে আমি কে, হাদি হাদি’ এমন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় তারা অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ। এ আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছে।
হাদি হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে অবরোধ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে নগরের টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। এ সময় টাউন হল মোড় যান চলাচলে বিঘ্ন হয়ে কিছুটা জনভোগান্তির সৃষ্টি হয়।